শুক্রবার, ১১ জুলাই ২০২৫

১৬ জুলাই সরকারি ছুটি থাকবে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৬ জুলাই সরকারি ছুটি থাকবে?
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



১৬ জুলাই সরকারি ছুটি থাকবে?

প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা দিয়েছে সরকার। গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়।

একইসঙ্গে এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবসে সরকারি ছুটি থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছে–‘জুলাই শহীদ দিবসে’ সরকারি ছুটি থাকবে কি না।

জানা যায়, ‘জুলাই শহীদ দিবস’কে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এদিন ছুটি থাকবে না।

তবে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ সাধারণ ছুটি থাকবে। পরিপত্রে বলা হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদ্‌যাপিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়। সাধারণত, ‘খ’ শ্রেণির দিবসগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়। এদিন ছুটি থাকে না সরকারি প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:০৪   ১৬ বার পঠিত