রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজিকাটা গ্রুপ’-এর সহযোগী আয়েশা গ্রুপের প্রধান আয়েশা ইয়ামিন ও তার সহযোগী ইউসুফকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-২।
সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার
তিনি জানান, ২৯ জুন রাজধানীর আদাবরে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আয়েশা ও তার সহযোগীরা। মূলত মাদক কারবারকে কেন্দ্র করে ঘটে এ হামলার ঘটনা।
ওই ঘটনায় করা মামলায় রোববার (১৩ জুলাই) রাতে সাভার থেকে দেশীয় অস্ত্রসহ আয়েশা ও তার সহযোগী ইউসুফকে গ্রেফতার করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক জানান, আয়েশা মূলত কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য ছিল। আনোয়ার গ্রুপের প্রধান আনোয়ার গ্রেফতার হওয়ার পর পাঁচ সদস্যের দল নিয়ে খোলে আয়েশা গ্রুপ। যার মধ্যে বাকি তিনজনকে ধরতে অভিযান অব্যাহত আছে।
আয়েশার জন্ম বরিশালের মুলাদি থানায়। শুরুতে রাজমিস্ত্রির কাজ থেকে জড়িয়ে পড়েন মাদক কারবারে। পরে চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
আয়েশার রাজনৈতিক পরিচয় বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব জানায়, দলমত নির্বিশেষে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ নকল করে ইদানীং অনেক বেশি ব্ল্যাকমেইলের ঘটনা ঘটছে জানিয়ে র্যাব সাধারণ মানুষকে ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৬ ১০ বার পঠিত