
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে একটি সাব-মেশিনগান, ১৪ লাখ টাকাসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (১৪ জুলাই) রাতে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে সি-৬ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২); সি-১৬ ব্লকের মো. নাজিমুদ্দিনের ছেলে ইয়াছির আরাফাত (৩৫); ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে ই-ব্লকের মো. ইউছুফের ছেলে মো. আনাস (৩০) এবং সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)। আটকরা সবাই ডাকাত দল নবী হোসেন বাহিনীর সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সেনাবাহিনী জানায়, আশ্রয় শিবিরে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি অস্ত্রের চালান নিয়ে এসেছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এপিবিএন ও সেনাবাহিনী যৌথভাবে আশ্রয়শিবিরের একটি ঘর ঘিরে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা সম্ভব হয়।
অভিযানে একটি সাব–মেশিনগান ও ১৪ লাখ টাকা উদ্ধার হয়। আটক ব্যক্তিরা অস্ত্রটি নবী হোসেনের আস্তানায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা টাকাও অস্ত্রের লেনদেনের জন্য মজুত করা হয়।
সেনাবাহিনী আরও জানান, নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের অন্যতম মূলহোতা। নিজের নামে বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা ও রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। বছরখানেক ধরে তিনি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এর প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন বলে জানায় সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৬ ৫ বার পঠিত