বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না : চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না : চরমোনাই পীর
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা এখনও রাজপথ ছাড়ি নাই। আমাদের চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদের ভূমিকা আমরা দেখেছি। সোহাগের মতো বারবার পাথর মেরে হত্যা আমরা আর দেখতে চাই না।
বাংলাদেশের মাটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখতে চায় না। বাংলাদেশের মাটি ইসলামের নীতি আদর্শের শাসন চায়।’

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই ঘোষণাপত্রের’ দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘৫ আগস্ট অভ্যুত্থান হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। বহু পঙ্গু হয়েছে। ৫ আগস্টের পর আমরা সুন্দর দেশ আশা করেছিলাম।
কিন্তু ৫ আগস্টের পরে এক দল ক্ষমতাপ্রেমিক ক্ষমতায় যাওয়ার জন্য দেশের প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে রাখছে।’

তিনি বলেন, ‘যারা ক্ষমতাপ্রেমিক রয়েছেন; এখনও যদি চাঁদাবাজি বন্ধ না করেন, খুন-খারাবি বন্ধ না করেন, তাহলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।’

তিনি আরো বলেন, ‘বিগত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছেন তারা টানা ৫ বার চুরির দিক দিয়ে পৃথিবীতে প্রথম হয়েছেন। তারা ক্ষমতার চেয়ারে বসে দেশের টাকা পাঁচার করে বিদেশে বেগম পাড়া তৈরী করেছেন। আওয়ামী লীগের ভূমিমন্ত্রীর লন্ডনেই বাড়ি পাওয়া গেছে সাড়ে তিনশ’র মতো।

ইসলামী আন্দোলনের নারায়নগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

বাংলাদেশ সময়: ২২:৩২:১৯   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে- সমাজকল্যাণ উপদেষ্টা
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বান ডিসির
আইএফটি প্রতিষ্ঠায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে এমওইউ স্বাক্ষর
সোনারগাঁয়ে ১১৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা
দুর্গাপূজা ঘিরে ‘মেলা’ না করার অনুরোধ এসপির
নারায়ণগঞ্জে দুর্গাপূজা: গতবারের চেয়ে বাড়ছে পূজামণ্ডপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ