
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপির বিজয় মিছিল এবং সমাবেশের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ এই যানজটে আটকে পড়ে শত শত গণপরিবহন।এতে করে প্রায় দেড় ঘণ্টা ধরে হাজার হাজার যাত্রী এবং মালামাল বহনকারী ট্রাক আটকা পড়ে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজে যানজটে আটকা পড়ে নান্দিনা বাজারে পৌঁছান এবং ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি যানজটে আটকে থাকা গণপরিবহনের ছবি শেয়ার করে লেখেন, “এটা সমাবেশ নাকি ভোগান্তি!”
এ বিষয়ে জানতে চাইলে রবিন বলেন, “অসুস্থ মানুষসহ জরুরি কাজে বের হওয়া মানুষ অপ্রয়োজনীয় যানজটে আটকা পড়েছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মতামত তুলে ধরেছি, দলের বিরুদ্ধে কিছু বলিনি।” তিনি আরও জানান, হাজার হাজার মানুষকে ভোগান্তিতে ফেলে মিছিল-সমাবেশ করে জনগণের মন জয় করা যাবে না।
এদিকে, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কোনো ভোগান্তি তৈরি করে মিছিল-সমাবেশ হয়নি। সবাই সহযোগিতা করেছেন।” তিনি আরও দাবি করেন যে, পোস্টদাতা ছাত্রদল নেতা অন্য গ্রুপের সদস্য এবং তার এই দাবি অযৌক্তিক।
জানা গেছে, জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে এই আনন্দ মিছিলটি নান্দিনা পূর্ব বাজার থেকে শুরু হয়ে বাদেচান্দি মোড়ে সমাবেশে গিয়ে শেষ হয়। মিছিলে এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন। সমাবেশে জেলা ও উপজেলার অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২:১৩:০৬ ৬৮ বার পঠিত