ঢাকা বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন ২৬৩ উঁচু ভবন, ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন ২৬৩ উঁচু ভবন, ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



ঢাকা বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন ২৬৩ উঁচু ভবন, ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের

নব্বই দশকেও ঢাকা বিমানবন্দর ছিল শহর থেকে অনেকটা দূরে। ফার্মগেট থেকে দূরত্ব ছিল প্রায় ১৫ কিলোমিটার। আশপাশেও ছিল না তেমন কোন উঁচু ভবন। কালের পরিক্রমায় তা এখন স্মৃতি। তবে, বর্তমান সম্প্রসারিত ঢাকায় যেন কোণঠাসা হয়ে পড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশন জানায়, শাহজালাল ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন উঁচু ভবন রয়েছে ২৬৩টি। এসব অপসারণে ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)।

বিমানবন্দর এলাকা স্পর্শকাতর হলেও আইন মেনে হচ্ছে না ভবন নির্মাণ। গত ১০ বছরে অনুমদোন ছাড়াই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের ‌‘‌নো ফ্লাই জোনে’ এসব উঁচু ভবন নির্মাণ করা হয়।

তবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, মাইলস্টোনের আশপাশে অনুমোদনহীন কোনো উঁচু ভবন নেই। মাইলস্টোনের আশপাশ ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন রয়েছে, সেখানে সর্বোচ্চ ১৩৫ ফুট পর্যন্ত উঁচু ভবন রয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘যেহেতু ভবন ভাঙার কোন অনুমতি সিভিল এভিয়েশনের নাই, তাই আমরা এই ব্যাপারে রাজউককে বারবার চিঠি দিয়ে জানিয়েছি। এখন এটা ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের।’

ভবন নির্মাণের পর ভাঙা জটিল হওয়ায় নির্মাণের আগেই রাজউককে কার্যকরভাবে মনিটরিংয়ের আহ্বান জানান তিনি।

সিভিল এভিয়েশন চেয়ারম্যান থার্ড টার্মিনাল উদ্বোধনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন শিগগিরই থার্ড টার্মিনাল পুরোদমে চালু করার বিষয়ে তারা কাজ করছেন। এখনো জাপানি কনসোটিয়ামের সঙ্গে থার্ড টার্মিনাল অপারেশন বিষয়ে দেন দরবার চলছে।

সমঝোতা হলে উভয়ের মধ্যে একটি চুক্তি হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৯   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার
শাহজালালে দোহা থেকে আসা বিমান থেকে ৮ কেজি স্বর্ণের বার উদ্ধার
কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
ঢাকা বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন ২৬৩ উঁচু ভবন, ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের
কক্সবাজার ইস্যুতে এনসিপির লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে: রিজভী
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান
শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হাইকোর্টে বাতিল
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত মাসুমা বেগমের ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ