মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

সংসার ভাঙতেও কোটি কোটি টাকা খরচ তাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসার ভাঙতেও কোটি কোটি টাকা খরচ তাদের
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



সংসার ভাঙতেও কোটি কোটি টাকা খরচ তাদের

বলিউডে বিচ্ছেদ খুবই সাধারণ বিষয়। কিছুদিন পর পরই ভক্তদের মন ভেঙে ঘর ভাঙে কোনো না কোনো তারকা দম্পতি। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কোটি টাকা খরচ করে যেমন বিয়ে হয় বলিউড তারকাদের, তেমনি তাদের বিচ্ছেদেও খরচ হয় কোটি কোটি টাকা। বলিউডে এমন ব্যয়বহুল অনেক বিচ্ছেদ রয়েছে।
তবে পাঁচটি বিচ্ছেদ উঠে এসেছিল বেশ আলোচনায়। এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ হিসেবে ধরা হয় এই ছয় জুটির বিচ্ছেদকে।

হৃতিক রোশন ও সুজান খান
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন ও খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান ছিলেন শৈশবের প্রেমিক-প্রেমিকা। তারা ২০০০ সালে বিয়ে করেন।
এই দাম্পত্য ২০১৪ সালে ভেঙে যায়। শোনা যায়, এই বিবাহবিচ্ছেদে হৃতিক সুজানকে প্রায় ৩৮০ কোটি টাকা প্রদান করেন, যা বলিউডের অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ। তবে আলাদা হওয়ার পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

আমির খান ও রীনা দত্ত
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন।
তাদের দুই সন্তান রয়েছে। ২০০২ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। যদিও আর্থিক নিষ্পত্তির পরিমাণ গোপন রাখা হয়েছিল, তবে জানা যায়, আমির প্রায় ৫০ কোটি টাকা দিয়েছিলেন রীনার হাতে, যাতে সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। বিচ্ছেদের পরও আমির ও রীনার মধ্যে সুসম্পর্ক রয়েছে।

আদিত্য চোপড়া ও পায়েল খান্না
বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া প্রথম ২০০৯ সালে বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে।
সেই সংসার টিকেছিল মাত্র ৯ বছর। পরে আরেক নায়িকা রানী মুখার্জির সঙ্গে পরকীয়ায় জড়ান এই নির্মাতা। এ কারণে আদিত্য বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেন। কিন্তু বিচ্ছেদের জন্য কত টাকা দিতে হয়েছে, সেটা সেই সময় জানা না গেলেও পরে শোনা গিয়েছিল, এটি ছিল বলিউডের বিলাসবহুল বিচ্ছেদের একটি। বিচ্ছেদের খোরপোষ বাবদ ৫০ কোটি রুপি দিতে হয়েছিল নির্মাতাকে।

আরবাজ খান ও মালাইকা আরোরা
সালমান খানের ছোট ভাই আরবাজ খান ১৯৯৮ সালে অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরাকে বিয়ে করেন। তারা বলিউডের অন্যতম স্টাইলিশ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০১৬ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এ বিচ্ছেদ থেকে মালাইকা পান প্রায় ১৫ কোটি টাকা।

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর
খ্যাতনামা কাপুর পরিবারের কারিশমা কাপুর ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে দাম্পত্য কলহের জেরে ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান। আলোচিত এ বিবাহবিচ্ছেদে কারিশমা পেয়েছিলেন প্রায় ১৪ কোটি টাকার বন্ড, মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়ি এবং সন্তানের দেখাশোনার জন্য বড় অঙ্কের অর্থ।

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই
সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী ছিলেন মডেল রিয়া পিল্লাই। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০০৮ সালে। শোনা যায়, রিয়াকে সঞ্জয় একটি বড় অঙ্কের অ্যালিমনি দেন। জানা যায় ৮ কোটি টাকার পাশাপাশি মুম্বাইয়ের দুটি সমুদ্র-তীরবর্তী ফ্ল্যাট ও একটি গাড়ি দেন, যাতে রিয়া আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৮   ৯ বার পঠিত