মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এর সামনে, ভেদভেদী, রাঙামাটি পার্বত্য জেলায় রাঙামাটিতে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব অবহেলার অবসান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মানববন্ধন করেন ।

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রাঙামটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী,মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান রানা ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভপতি ও পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন।

এসময় তিনি বলেন, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার শতভাগ চলে যায় জাতীয় গ্রিড এ । রাঙামাটি জেলার জনগণ বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার।
রাঙামাটি জেলার সকল বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে আমরা রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে দাবি করছি, এবার থেকে কোন এলাকায় কখন লোডশেডিং দিবেন তার তালিকা কমপক্ষে ১মাস আগে থেকে প্রকাশ করতে হবে।
লাইনম্যানরা বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে চা-নাস্তা খাওয়ার নামে যে টাকা গ্রহন করে তা নেয়া বন্ধ করতে হবে।
রাঙামাটি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের জরুরী টেলিফোন সেবা সচল রাখার দাবি জানান তিনি।
রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর তার নিজের মোবাইলটি বন্ধ না রাখার পরামর্শ দেন।
গত ২৯ আগষ্ট ঢাকার কাকরাইলে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
তিনি আশা করেন নূর দ্রুত আশংকামুক্ত হবেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
নূরসহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, পরিকল্পিতভাবেই যে আক্রমণ সংঘটিত হয়েছে তা স্পষ্ট।
তিনি বলেন, যেসব মহল দেশকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় এবং আগামী নির্বাচন ও দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাঁধাগ্রস্ত করতে চায় তারা এই সহিংসতার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার।
তিনি আশা করেন দ্রুত এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে, দায়ী ব্যক্তিরা চিহ্নিত হবেন এবং আইনের আওতায় তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে আন্তর্বর্তীকালিন সরকারের নিকট দাবি জানান।
রাঙামাটিতে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব অবহেলার অবসান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৪১   ৩৯ বার পঠিত