জরাজীর্ণ শিশু কল্যাণ স্কুলভবন পরিদর্শনে ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জরাজীর্ণ শিশু কল্যাণ স্কুলভবন পরিদর্শনে ডিসি
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



জরাজীর্ণ শিশু কল্যাণ স্কুলভবন পরিদর্শনে ডিসি

নারায়ণগঞ্জ শহরের জরাজীর্ণ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (৭সেপ্টম্বর) দুপুরে শহরের বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। এসময় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষের দুরবস্থা পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের শিশুরা আগামী দিনে জাতির ভবিষ্যৎ। তাদের নিয়ে যে দেশ গড়ার স্বপ্ন দেখি, আগামী দিনে সেই দেশ গড়বে। এরজন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। রুমের ভিতরে দেয়ালের রং নষ্ট হয়ে গেছে। কিছু দেয়াল ভাঙ্গন ধরেছে। এছাড়া নিচের একটি রুম অনেকটা নিচু হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এই স্কুলের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্কুলের যে রুমগুলোর সংস্কারের প্রয়োজন সেগুলো দ্রুত সময় শুরু করা হবে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ দাবি জানিয়েছে যে, একটি শহীদ মিনার করে দেওয়ার। আমরা মনে করি শহরের প্রাণ কেন্দ্রে এমন একটি প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা দরকার। আমরা সেটি দ্রুত সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু, ‎‎চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়ত পরিষদের সাধারণ সম্পাদক ‎মহিউদ্দিন মাহামুদ, সহসভাপতি শামসুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ রিপন, ‎যুগ্ম সম্পাদক ও স্কুল সাবেক সদস্য শরিফ সুমন, শফিকুর রহমান সোহাগ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসা, সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরিদর্শনের সময় শিক্ষার্থীদের চকলেট এবং খেলার সমগ্রী উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৮:২২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নৌকাডুবিতে নিখোঁজ শিশু শোভার মরদেহ উদ্ধার, মায়ের পাশেই দাফন
ডিসির সাথে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ
মেট্রোরেলসহ নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান মুনার
নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান
জরাজীর্ণ শিশু কল্যাণ স্কুলভবন পরিদর্শনে ডিসি
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ