নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। বাংলাদেশের মানুষ সে নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপ ওয়েজ লিমিটেডের তৈরি একটি আধুনিক মাল্টি-পারপাস জাহাজ তুরস্কে রপ্তানির জন্য হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এ উপদেষ্টা আরও বলেন, “অবশ্যই জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আমরা যে কাজটা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি, বাংলাদেশের মানুষের নির্বাচিত সরকার তা এগিয়ে নিয়ে যাবে। এইটাই আমাদের বিশ্বাস।”

“গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর একটা সরকার জনগণের অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে কাজগুলো করার তার অনেকখানিই আমরা সম্পন্ন করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। নানা প্রতিকূলতা এবং বিভিন্ন রকম ঘাত-প্রতিঘাত এবং বাধা উপেক্ষা করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি। এবং সেইভাবেই আমরা বিচার এবং সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করবো”, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জাহাজ নির্মাণ শিল্প এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার সবধরনের সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের জাহাজ শিল্পে ঐতিহ্য রয়েছে। শুধু বাণিজ্যিক জাহাজ নয় যুদ্ধ জাহাজও বাংলাদেশ তৈরি করেছে। পোশাক শিল্পের পর গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প।”

এ শিল্পখাতটিকে আরও এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার একটি আইন করছে জানিয়ে আদিলুর রহমান খান বলেন, “আমরা একটি আইন করার প্রক্রিয়াতে আছি। খুব দ্রুতই এ আইন হয়ে যাবে। আমরা সব সাপোর্ট দিয়ে যাবো, ওবং পরবর্তী নির্বাচিত সরকার এটাকে এগিয়ে নিয়ে যাবে।”
“এ খাতের জন্য সবধরনের সহযোগিতা আমরা করে যাবো। কিন্তু আমাদের সময় সীমিত। আমরা শুরু করে দিয়ে যাবো, পরবর্তী কাজ নির্বাচিত সরকারের। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের জাহাজ সাত সমুদ্রে ঘুরে বেড়াবে। বাংলাদেশের জাহাজ বাংলাদেশের প্রতিরক্ষায় ব্যবহৃত হবে, এবং জনগণ গর্ব অনুভব করবে।”

তিনি আরও বলেন, “জাহাজ নির্মাণ শিল্প অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে। জাহাজ নির্মাণ শিল্পটা কখনো উঠে, কখনো নামে। এখনকার সময়টা উপরের দিকে ওঠার। এ কারণে আমরা বিশ্বাস করি এটা এগিয়ে যাবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, আনন্দ গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, এনওপিএসি শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড’র প্রোপাইটর কেরিম ইন্স প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

এদিন, তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘এনওপিএসি শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড’র জন্য নির্মিত ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভীরতার ‘ওয়েস ওয়্যার’ নামে জাহাজটি হস্তান্তর করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। ২৭৩৫ হর্স-পাওয়ার ইঞ্জিন সম্বলিত এ জাহাজটি ১২ নটিক্যাল মাইল গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহনে সক্ষম। স্টিল কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনেও এটি সক্ষম বলে জানান আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১:৫২:১২   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নৌকাডুবিতে নিখোঁজ শিশু শোভার মরদেহ উদ্ধার, মায়ের পাশেই দাফন
ডিসির সাথে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ
মেট্রোরেলসহ নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান মুনার
নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান
জরাজীর্ণ শিশু কল্যাণ স্কুলভবন পরিদর্শনে ডিসি
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ