সোনারগাঁয়ে ১১৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ১১৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



সোনারগাঁয়ে ১১৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১১৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে মহাসিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা ও ৯৫ কেজি পলিথিন জব্দ, বরিশাল স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি পলিথিন জব্দ, কুমিল্লা ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা জরিমানা ও ২ কেজি পলিথিন জব্দ, আল্লাহ ভরসা স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ৯ কেজি পলিথিন জব্দ করা হয়।

উপপরিচালক এ এইচ এম রাসেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩১   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ন্যায্য দাবিতে বন্দর-নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার মাসুদুজ্জামানের
আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল
ঘাবড়ানোর কিছু নেই, ঐক্যবদ্ধ থাকতে হবে: সাখাওয়াত
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের ডিসির
আ.লীগ নেতার কবর জিয়ারতে জামায়াত প্রার্থী এলাকায় চাঞ্চল্য
ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয় : প্রধান বিচারপতি
গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : ড. আসিফ নজরুল
মায়ের লাশ দেখতে না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ