শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি ডিগবল’ টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি ডিগবল’ টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



সিদ্ধিরগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি ডিগবল’ টুর্নামেন্টের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জের আইলপাড়া যুব সমাজের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ডিগবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, সহ-সভাপতি মিয়া চাঁন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম পারভেজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহ-আলম, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, মহানগর তরুণদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আরিফ ও আবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফাতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলা অন্যতম হাতিয়ার। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং সবসময় খেলাধুলার পক্ষে আছি।”

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৭   ৪১ বার পঠিত