সিদ্ধিরগঞ্জের আইলপাড়া যুব সমাজের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ডিগবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, সহ-সভাপতি মিয়া চাঁন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম পারভেজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহ-আলম, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, মহানগর তরুণদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আরিফ ও আবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফাতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলা অন্যতম হাতিয়ার। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং সবসময় খেলাধুলার পক্ষে আছি।”
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৭ ৪১ বার পঠিত