বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ বিকেলে সচিবালয়ে সাক্ষাৎকালে তাঁরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন সাংস্কৃতিক জগৎ উন্মোচনের ব্যাপারে আলোচনা করেন।

এসময় বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তার বাস্তব রূপায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয় ।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মাঝে সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আর্কিওলজি, ফিল্ম, মিউজিক, মিউজিয়াম ও থিয়েটার বিষয়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০১:২৪   ৯ বার পঠিত