বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখছেন রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখছেন রিজভী
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখছেন রিজভী

আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি নিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বক্তব্যের সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া জামায়াতের ভিন্ন কোন উদ্দেশ্য থাকতে পারে। পতিত সরকারের প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদত ছিল বলেও অভিযোগ করেন রিজভী।

সম্প্রতি ভোটের জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, এ নিয়ে আপাতত কোন ভাবনা নেই তাদের।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২৪   ২১৫ বার পঠিত