মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বরিশালে সাত লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে সাত লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



বরিশালে সাত লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা

আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর দেশজুড়ে শুরু হবে শিশু, কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ সময়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এ টিকা দেওয়া হবে।

বরিশাল জেলা ও সিটিতে ৬ লাখ ৯৮ হাজার ৭১৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় হল রুমে সংবাদকর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহি।

জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আযাদ আলাউদ্দিন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান।

ওরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, বরিশাল জেলা ও সিটি এলাকার মধ্যে প্রায় ৪ লাখ ৬১ হাজার ৯১৭ টিকা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২ লাখ ৩৬ হাজার ৭৯৮ টিকা কমিউনিটি পর্যায়ে প্রদান করা হবে।

টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে টিকা পাওয়ার জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫২   ১৪৭ বার পঠিত