নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা দুজনই ট্রাকচালক বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের একজনের নাম মো. রাকিব বলে জানা গেছে। তার বাড়ি রংপুর জেলায়। তবে অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোরে কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে ঢাকার দিকে টেনে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। এরপর ট্রাক রেখে ওই দুইজন রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’
ওসি জুলহাস উদ্দিন আরও বলেন, ‘নিহতরা দুজনই একই মালিকের ট্রাক চালক। তাদের চালানো দুটি ট্রাকের মধ্যে একটি বিকল হয়ে গেলে তারা অন্য ট্রাকের সাহায্যে সেটিকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় শনাক্ত হয়েছে, অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’
বাংলাদেশ সময়: ১২:৪০:১১ ১৪১ বার পঠিত