বিজয়া দশমীতে মণ্ডপে পূজা চেরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়া দশমীতে মণ্ডপে পূজা চেরি
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



বিজয়া দশমীতে মণ্ডপে পূজা চেরি

সনাতন ধর্মাবলম্বী ও বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন। বিদায়ের সুরে বিজয়া দশমী তিথিতে তাই শেষবারের মতো দেবী দুর্গাকে দর্শন করতে করতে মন্দিরে মন্দিরে ভিড় করছেন ভক্তরা। এ উৎসবে অংশ নিলেন ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরি।

বৃহস্পতিবার ( ২ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপে উপস্থিন হন পূজা। এদিন মণ্ডপে উপস্থিত হয়ে দেবী দুর্গাকে দর্শন করে সিঁদুর খেলায় অংশ নেন।

বিজয়া দশমীতে লাল-সাদা পূজার রংয়ে সেজেছিলেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন ভারী মেকআপ আর নান্দনিক ডিজাইনের গয়না।

দেবী দুর্গা দর্শন করে মণ্ডপ ঘুরে প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেন পূজা। এরইমধ্যে ২০টি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে আপলোড করেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে পূজা লেখেন, ‘শুভ বিজয়া।’ এরপরই দুটি ভালোবাসার লাল রংয়ের হৃদয়ের ইমোজি জুড়ে দেন।

এদিকে বনানী পূজা মণ্ডপে ঢাকের তালে ভক্তদের সিঁদুর খেলার পর শুরু হয়েছে দেবী মায়ের বিসর্জনের প্রস্তুতি। মন্দির থেকে দেবী দুর্গার প্রতিমা বের করা হয় বিকেল ৩টায়। এরপর বনানী ও গুলশান এলাকা ঘুরে সন্ধ্যা ৭টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

প্রসঙ্গত, এবার দেবী দুর্গার আগমন উৎকৃষ্টতম বাহন গজ বা হাতিতে; যা সুখ ও শান্তির প্রতীক এবং গমন দোলা বা পালকিতে; যা মহামারী বা মরক, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যুর শঙ্কার ইঙ্গিত দিচ্ছে মর্ত্যবাসীকে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২৪   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব
পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা - ধর্ম উপদেষ্টা
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জামালপুরে জামিয়া আল-হেরা মহিলা মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ