ইউরোপা লিগে রোমার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ফরাসি ক্লাব লিল। শেষ মুহূর্তে টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক বারকে ওজের। তার অসাধারণ নৈপুণ্যে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিল।
ম্যাচের শুরুতেই লিলকে এগিয়ে দেন হাকন হারাল্ডসন।
প্রথমার্ধে সেই লিড ধরে রাখলেও শেষ মুহূর্তে ম্যাচে ফিরতে পারত রোমা। বক্সে লিলের আইসা মান্ডির হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় ইতালিয়ান ক্লাবটি।
সুযোগ কাজে লাগাতে এগিয়ে আসেন আরতেম দোভবিক। তার প্রথম শট ঠেকিয়ে দেন ওজের।
তবে লিলের ডিফেন্ডাররা আগে বক্সে ঢুকে যাওয়ায় আবারও নিতে হয় পেনাল্টি। দ্বিতীয়বারও দোভবিককে রুখে দেন লিলের গোলরক্ষক। কিন্তু এবার গোললাইনের সামনে এগিয়ে গিয়েছিলেন বলে ফের সুযোগ পায় রোমা।
টানা দুই ব্যর্থতার পর তৃতীয়বার পেনাল্টি নেওয়ার দায়িত্ব পান মাতিয়াস সুলে।
কিন্তু তাকেও ব্যর্থ করে দেন তরুণ ওজের। টানা তিনবার পেনাল্টি শট আটকে রোমার সমতা ফেরানোর স্বপ্ন শেষ করে দেন তিনি।
শেষ বাঁশি বাজতেই লিল শিবিরে উৎসবের আমেজ। ইউরোপা লিগে টানা দ্বিতীয় জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা। এদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে আছে রোমা।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:২৯ ১৩ বার পঠিত