রবিবার, ১২ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমেনা বেগম নামের এক বিধবা নারীর ৫০ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা শাহাদুল্লার বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে ওই যুবদল নেতা সাংবাদিকদের হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাদুল্লা ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

বিধবা আমেনা বেগম জানান, পিতার ও বোনের ওয়ারিশ সূত্রে পাওয়া জমির ৫০ শতাংশের মালিক তিনি। তবে দীর্ঘদিন ধরে শাহাদুল্লা ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। সম্প্রতি তিনি আরও বেপরোয়া হয়ে রোববার সকালে লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড টানিয়ে দেন এবং দেয়াল নির্মাণের উদ্যোগ নেন। প্রতিবাদ করলে হামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তার।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সংগ্রহে গিয়ে হুমকির শিকার স্থানীয় সাংবাদিক রুবেল শিকদার বলেন, “বিধবা নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে শাহাদুল্লা ক্ষিপ্ত হয়ে আমাদের গালাগাল ও হামলার হুমকি দেন। এমন পরিস্থিতিতে সংবাদকর্মীদের কাজ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।”

তবে অভিযোগ অস্বীকার করে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লা বলেন, “আমি কোনো জবরদখল করিনি। এটি আমার বায়নাকৃত সম্পত্তি। ফিরোজ ভূঁইয়ার কাছ থেকে ওয়ারিশদের অংশ বায়না করেছি।”

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, “ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৬   ৪৩ বার পঠিত