মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে উপদেষ্টার আশ্বাস

প্রথম পাতা » খেলাধুলা » ১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে উপদেষ্টার আশ্বাস
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে উপদেষ্টার আশ্বাস

বর্তমান সময়ে ঘাসের মাঠের পাশাপাশি কৃত্রিম টার্ফেও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়। ফিফার অর্থায়নে বাফুফে ভবন সংলগ্ন ও কমলাপুর স্টেডিয়ামে দু’টি কৃত্রিম টার্ফ স্থাপিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে কমলাপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দুপুরে বাফুফে ভবনের টার্ফ ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উদ্বোধন ঘোষণা করেন।

দু’টি টার্ফ উদ্বোধন করে বাফুফে ভবনের সম্মেলন কক্ষে ক্রীড়া উপদেষ্টাকে নিয়েই বাফুফের যৌথ মিডিয়া ব্রিফিং হওয়ার কথা ছিল। উপদেষ্টার ব্যস্ততার জন্য ফেডারেশনের টার্ফ উদ্বোধনে আর আসেননি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তাই মিডিয়ার সামনে আসতে হয়েছে। দুই টার্ফের কার্যকাল ও ব্যয় নিয়ে তিনি বলেন, ‘২০২৪ সালের ১৭ ডিসেম্বর এই সংস্কার কাজ শুরু হয়। আজ ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও এই টার্ফ আমরা বুঝে নিলাম। এই দুই টার্ফের জন্য ফিফা ১.৩ মিলিয়ন (১০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) দিয়েছে। ফিফার সার্টিফাইড প্রতিষ্ঠান গ্রিনফিল্ড এটা তত্ত্বাবধায়ন করেছে। তারাই সাব কন্টাক্টর নিয়োগ দিয়েছে। বাফুফে এর সঙ্গে জড়িত ছিল না। শুধু লোকাল লজিস্টিক সাপোর্ট দিয়েছে। এই টার্ফের মেয়াদকাল ১৫ বছর।’

তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের কমিটি এই ১১ মাসে অনেক নতুন কার্যক্রম করেছে। তবে ঘরোয়া ফুটবলের তৃণমূলের খেলাগুলো চালু হয়নি। এর পেছনে মাঠ সমস্যাও বড় কারণ। দু’টি টার্ফ এখন সচল হওয়ায় বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টেও স্বাগতিক হতে চায় বাফুফে,‘এখন অনেক টুর্নামেন্ট টার্ফে হয়। সামনে অনেক টুর্নামেন্টের বিডিং রয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করব। জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশীপ, প্রথম বিভাগ ফুটবল এখানে হবে সামনে।’

নতুন টার্ফের ব্যবস্থাপনা প্রয়োজন। মাঠ দেখভালের দায়িত্ব বাফুফের গ্রাউন্ড কমিটির। এখনো গ্রাউন্ডস কমিটি নেই। টার্ফ ব্যবস্থাপনা ও গ্রাউন্ডস কমিটি নিয়ে সভাপতি বলেন,‘আমাদের এখনো গ্রাউন্ডস কমিটি হয়নি। ফুটসাল, বীচ, টার্ফ, মাঠ চার ধরনের মাঠ আমাদের প্রয়োজন। চারটি আলাদ কমিটি না কিভাবে করব সেটা সভায় আলোচনা করব। তবে টার্ফ সুরক্ষা রাখার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব।’

ফিফা প্রথম ধাপে বাফুফেকে দুই টার্ফের জন্য ৮ লাখ ২০ হাজার ডলার মঞ্জুর করেছিল। পরবর্তীতে ড্রেসিংরুম ও পানি দেওয়ার উন্নত সিস্টেমের জন্য আরও ২ লাখ ৩০ হাজার ডলার বরাদ্দ করে। ফিফা উন্নয়নশীল দেশের জন্য এ রকম নানা সহায়তা করে। এই দুই টার্ফ হয়ে যাওয়ায় বাফুফের পরবর্তী পরিকল্পনা নিয়ে বাফুফে সভাপতিকে প্রশ্ন হলে তিনি বলেন,‘ফিফা একটি সাইকেল (চক্র) ইয়ারে ৩ মিলিয়ন ডলার দেয়। স্থাপনা সংক্রান্ত বিষয়ে কোনো প্রকল্প দিতে হলে সেখানে বাফুফের অধীনে মালিকানা, লীজ জমি থাকতে হয় ২৫ বছর।’

কক্সবাজারের রামুতে ফিফা টেকনিক্যাল সেন্টারের জন্য অর্থায়ন করবে। সরকারের পক্ষ থেকে বাফুফেকে জায়গা বরাদ্দ দিলেও সেটা পরিবেশের জন্য হুমকি হওয়ায় বাদ পড়েছে। এখন কক্সবাজারের রামুতেই অন্যত্র জায়গা দেয়ার প্রক্রিয়া চলছে। নভেম্বরের মধ্যে বাফুফে ২৫ বছরের জন্য জায়গা লিজ না পেলে ফিফার এই সহায়তা বাফুফে পাবে না। আজ কমলাপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই বিষয়ে প্রশ্ন হলে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ১৫ একরের মতো জায়গা পাওয়া গেছে। এটা এখন ভূমি মন্ত্রণালয়ে প্রক্রিয়া রয়েছে। ফিফার ফান্ড যাওয়ার মতো পরিস্থিতি হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভূমি মন্ত্রণালয় , বাফুফে ও সংশ্লিষ্ট সব পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে পারব।’

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৫   ১০ বার পঠিত