নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

দুর্নীতির অভিযোগে বিচারাধীন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) নেসেটে ভাষণ দেয়ার সময় এ আহ্বান জানান ট্রাম্প।

এক ঘন্টারও বেশি সময় ধরে বক্তৃতা দেয়ার সময়, ট্রাম্প বলেন, আমার একটি আইডিয়া আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না’?

নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।

২০১৯ সালে নেতানিয়াহুকে তিনটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে একটিতে শ্যাম্পেন এবং সিগারসহ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২ লাখ ১০ হাজার ডলার উপহার গ্রহণ করার বিষয়টি অন্তর্ভুক্ত।

ইসরাইলের প্রেসিডেন্ট মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন তবে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলে দোষী সাব্যস্ত অপরাধীদের ক্ষমা করার ক্ষমতা তার রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এদিকে, নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী বিচারে কোনো রায় হয়নি, যা ২০২০ সালে শুরু হয়েছিল এবং দুই বছরের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময় ঘন ঘন ব্যাহত হয়। তিনি দোষী না হওয়ার দাবি করেছেন এবং কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছেন।

গত জুন মাসে ট্রাম্প নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান জানান। নেতানিয়াহু তার আইনি পরীক্ষাকে একজন নির্বাচিত ডানপন্থি নেতাকে উৎখাত করার লক্ষ্যে বামপন্থিদের ‘রাজনৈতিক হয়রানি’ বলে উল্লেখ করেন।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৬:০১:২১   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত্যু হাজার ছাড়াল
ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০
গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ
কাঠমান্ডুতে বাংলাদেশ ফিশ ফেস্টিভ্যাল উদযাপিত
জাপানের বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে
সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক
হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন কীভাবে হবে, প্রার্থী কারা?
প্লট দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ