![]()
সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরত যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৬ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার লড়াইয়ে সব দল ঐক্যবদ্ধ ছিল। সবাই এক পরিবার ছিল।’
সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে কীভাবে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা যায়, তা নিয়ে কাজ করছি। ১৪ মাসেও গণতন্ত্রের ধারা ফিরে আসেনি। সনদ সই করার পর সবাই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। হিংসার রাজনীতির দিকে আর যেতে পারবো না।’
সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরত যাওয়া যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে সহনশীল হতে হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া শত সংস্কার করেও পরিবর্তন আসবে না। যার যার অবস্থা থেকে মেন্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে। যা এখনো একমত হয়নি, তা আলোচনার মাধ্যমে সামনে হবে।’
নির্বাচনের ধারা বাধাগ্রস্ত করলে গণতন্ত্রের ধারা ফিরবে না বলেও মন্তব্য করেন আমীর খসরু।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদী কর্তৃত্ববাদীরা যেভাবে নির্যাতন করেছে, তা সভ্যতার বিপর্যয়। জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয় তারজন্য জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে।’
দেশ গঠনের মেজর ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ গঠনে মেজর ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো পরাশক্তি বা অভ্যন্তরীণ শক্তি ক্ষতি করতে পারবে না।’
এদিকে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিযেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৩ ৩৫ বার পঠিত