শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিজিবি জানায়, একটি বিশেষ দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৯৭ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৭   ৬৩ বার পঠিত