![]()
গত মাসে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর কাছে হেরেছে আর্জেন্টিনা। তাতে ১৮ বছর পর শিরোপা পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া হয়েছিল টুর্নামেন্টের সফলতম দলটির। সেই বেদনা সঙ্গী করেই আরও একটা বিশ্বকাপে যাত্রা শুরু করল আলবিসেলেস্তেরা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করেছে আর্জেন্টিনা।
গতকাল কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ায়মকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি এবং ফেলিপে এস্কুইভেল গোলগুলো করেন।
বেলজিয়ামের পক্ষে আর্থুর ডি কিম্পে এবং স্ট্যান নের্ত দুটি গোল শোধ করেন।
এই জয়েও অবশ্য গ্রুপের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। গ্রুপের আরেক ম্যাচে ফিজিকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া তিউনিসিয়া গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এমনকি ফাইনালেও খেলতে পারেনি কখনো। তিনবার তৃতীয় স্থানে থেকে শেষ করাটাই প্রতিযোগিতায় আলবিসেলেস্তেদের সেরা সাফল্য।
এই অপ্রাপ্তি ঘুচাতে আর্জেন্টিনার শুরুটা হয়েছে দারুণ। আস্পিরে জোনের মাঠে ৩৬ মিনিটেই আলবিসেলেস্তেদের এগিয়ে দেন রামিরো। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরান আর্থুর।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। নের্তের গোলে এগিয়ে যায় বেলজিয়াম।
১০ মিনিট পরেই আলবিসেলেস্তেদের সমতায় ফেরান জাইনিকোস্কি। এর ২ মিনিট পরেই এস্কুইভেলের গোল করে আলবিসেলেস্তেদের উল্লাসে ভাসান। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় তুলে নেয় আর্জেন্টিনা।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সফলতম দল নাইজেরিয়া। এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে আফ্রিকান এই পরাশক্তি। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে।
আজ (৪ নভম্বর) বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৬টায় হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল। আর রাত পৌনে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ কলম্বিয়া।
বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৯ ৪৫ বার পঠিত