বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা

৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিবারের মতো এবারও তারকার মেলা। বলিউড থেকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধনধান্যে মঞ্চে হাজির হয়েছেন রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়। শুরুতেই নৃত্য অনুষ্ঠান পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এ ছাড়া এবারের বিশেষ অতিথির আসন আলোকিত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা সোম, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী চিরঞ্জিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, পাওলি দাম, দেব সহ আরও অনেকে।

এদিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়ায় বঙ্গবিভূষণ সম্মান। মঞ্চ থেকেই ঘোষণা করা হলো আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত। মঞ্চে উপস্থিত দুই তারকার মুখে এদিন হাসি। নিজের নাম শোনা মাত্রই আবেগঘন শত্রুঘ্ন সিনহা।

মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘ভারতীয় ছবি আমাদের গর্ব। গত পাঁচ বছর ধরে আমি প্রতিবার আসছি। তবে এবার আমি সত্যি খুব খুশি ও চমৎকৃত হয়েছি। কারণ আমি সত্যি এটা জানতাম না।
এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানলাম, আমি বঙ্গবিভূষণ সম্মান হলাম।’

বঙ্গবিভূষণে পুরস্কৃত হয়েছেন আরতি মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর উদ্দেশে বললেন, ‘আরতি মুখোপাধ্যায়কে আমরা সেভাবে কিছুই দিতে পারেনি। বললাম, আপনি হয়তো অনেক পেয়েছেন জীবনে। আমাদের এই পুরস্কার যে আপনি গ্রহণ করলেন।
আমি কৃতজ্ঞ। আমরা তার সুস্থতা কামনা করি। গানের মধ্যেই থাকবেন। কত সুর, কত গান, আমাদের সব মনে পড়ে।’

মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে থামিয়ে আবেগঘন আরতি মুখোপাধ্যায় বললেন, ‘আমি কিন্তু খুব ভালোবেসে নিয়েছি। আপনি শিল্পীদের খুব ভালোবাসেন। বিশেষ করে সংগীত। যখনই কোনো সমস্যা হয়, আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি প্রথমবার এমন একজন মুখ্যমন্ত্রীকে দেখলাম, যিনি এই বিষয়টা নিয়ে ভাবেন। সত্যি বলছি। আমি সব সময় বলে থাকি। আমি কাঁদছিলাম। ভালো থেকো তুমি।’

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫২   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ
আমজনতার দল অবশ্যই নিবন্ধন প্রাপ্য: রিজভী
ফতুল্লায় ৩ সাংবাদিককে মারধর, কৃষকদল নেতা কারাগারে
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
২০২৬ সালে মেঘনা-ধনাগোদা নদীতে সেতুনির্মাণ শুরু হবে : সেতু সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ