![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য এটি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনয়ন ফরম বিতরণ প্রক্রিয়ার উদ্বোধন করেন এনসিপির প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
পাটওয়ারী জানান, মনোনয়ন ফরম তিনভাবে সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, অনলাইনে, অথবা উত্তর ও দক্ষিণ অঞ্চলের দলের প্রধান সংগঠক এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম তিনভাবেই সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
তিনি আরও বলেন, দল সর্বাধিক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে চায়।
মনোনয়ন ফরম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিক্রি করা হবে জানিয়ে তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক তালিকা ১৫ নভেম্বর প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির এবং আবদুল্লাহ আল আমিন।
বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৫ ১৯ বার পঠিত