
ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশন সংস্কারের নাম দিয়ে জাতির সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন এবং সংস্কার কমিশনের প্রধান কাজ ছিল বৈষম্যবিরোধী আইন পাস করা, কিন্তু তারা সেটি করেনি বরং সংস্কারের নাম দিয়ে জাতির সময় নষ্ট করেছে।’
খোকন বলেন, ‘সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বেতনের মধ্যেও বৈষম্য। কারণ সরকারি চাকরিজীবীদের কাজেও লাগে আবার অকাজেও লাগে।’
নারী-পুরুষ বৈষম্যের বিষয়ে তিনি বলেন, ‘রাত ২টায় পুরুষ চলাচল করলে সমস্যা নেই, কিন্তু মেয়েরা চলাচল করলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, এটিও বৈষম্য।’
খোকন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে বৈষম্যবিরোধী আইন পাস করতে হবে। এবং সেটি বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে স্বাধীন বিচার ব্যবস্থাও জরুরি। বৈষম্য থাকলে সভ্য সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব না, দেশ যতই উন্নয়ন হোক না কেনো।’
বাংলাদেশ সময়: ১৬:২৩:১৮ ১৪ বার পঠিত