রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

স্বামীর সঙ্গে হঠাৎ মসজিদে গেলেন সোনাক্ষী সিনহা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বামীর সঙ্গে হঠাৎ মসজিদে গেলেন সোনাক্ষী সিনহা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



স্বামীর সঙ্গে হঠাৎ মসজিদে গেলেন সোনাক্ষী সিনহা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। শুরুর দিকে প্রশ্ন উঠেছিল অভিনেত্রী কী স্বামীর ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন? কিন্তু তেমনটা দেখা যায়নি। স্বামী জাহির ইকবাল মুসলিম ধর্মের হলেও তারা এক ছাদের নিচে দারুণভাবেই সংসার করছেন। প্রায় ঘুরতেই বেরিয়ে যান দেশ-বিদেশে।

অভিনেত্রী সম্প্রতি আবু ধাবিতে যান সেখানকার পর্যটন বিভাগের আমন্ত্রণে। অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে জানান, আবু ধাবিতে পৌঁছে প্রথমে যাবেন শেখ জায়েদ মসজিদে। তিনি কখনও মসজিদের ভিতরে যাননি। সোনাক্ষীর কথায়, ‘‘আমি মন্দিরে, গির্জায় গিয়েছি বহু বার। কিন্তু মসজিদের অন্দরে যাইনি। ভীষণ উত্তেজিত লাগছিল।

আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

এই সফর তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল বলে জানান তিনি। শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে তিনি বলেন, ‘আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।’ জাহিরের সেই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন।

অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। যদিও ভিন্নধর্মে বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শোনা যায়, মেয়ের সিদ্ধান্তে নাকি নাখোশ ছিল সিনহা পরিবার।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৪   ৯ বার পঠিত