![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় আগাম বেগুন ও শসা চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মাঠজুড়ে দেখা দিয়েছে বিভিন্ন প্রজাতির পোকার তীব্র আক্রমণ, যার ফলে ফলন কমে যাওয়ায় হতাশায় ভুগছেন স্থানীয় সবজি চাষিরা।
একদিকে যেমন বাড়ছে উৎপাদন খরচ (সার, ডিজেল ও কীটনাশকের দাম বৃদ্ধির কারণ), অন্যদিকে সবজির ন্যায্য দাম পাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা।
ইসলামপুরের চর পুটিমারী, চর গোয়ালিনীসহ বেশ কয়েকটি ইউনিয়নে শীতের আগাম বেগুন চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু পোকার আক্রমণে বেগুন গাছগুলো প্রায় নষ্ট হওয়ার উপক্রম।
চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক মমতাজ উদ্দিন জানান, তিনি ৫ বিঘা জমিতে আগাম ইরি জাতের বেগুন চাষ করেছেন। কিন্তু “পোকা ও বালাইনাশকের কারণে ফলন নেই, গাছ মরে যাচ্ছে। এখন ফসলের খরচ উঠানো নিয়ে চিন্তায় সে।”
কৃষকরা অভিযোগ করেছেন, উৎপাদন খরচ বেশি হওয়া সত্ত্বেও তারা কৃষি বিভাগের সঠিক পরামর্শ পাচ্ছেন না, ফলে লোকসানের আশঙ্কা তাদের মধ্যে।
প্রতি বছরের মতো এবারও কিছু অঞ্চলে আগাম শসার চাষ হয়েছে। শসা চাষিদের অভিযোগ, নিয়মিত কীটনাশক ব্যবহার করেও পোকার দমন হচ্ছে না। তীব্র রোদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে পোকামাকড় দ্রুত ছড়িয়ে পড়ছে শসা ক্ষেতে।
চরপুটিমারী গ্রামের কৃষক এনতাজ আলী বলেন, গত বছর শসার ভালো দাম দেখে এবছর তিনি ১০ বিঘা জমিতে শসার চাষ করেছেন। “পোকার আক্রমণে তার শসার ফলন কমে গেছে, কীটনাশক স্প্রে করেও কোন প্রতিকার মিলছে না। এতে প্রায় দিশাহারা তিনি।” অনেকেই ঋণ নিয়ে চাষ করে এখন সেই টাকা ফেরত দেওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
কৃষকদের আরও অভিযোগ, উপজেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কীটনাশকের দোকানগুলোতে অধিকাংশ বিক্রেতা উপ-সহকারী কৃষি কর্মকর্তার ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়াই যথেচ্ছভাবে কীটনাশক বিক্রি করছেন, যা পোকা দমনে কার্যকর হচ্ছে না।
এই বিষয়ে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, তিনি আগাম সবজি চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ মেনে কীটনাশক ব্যবহারের অনুরোধ করছেন। একই সাথে বেগুন ও শসা চাষীদের মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছেন।
ফসলের ক্ষতির এই ধাক্কা সামলে উঠতে পারবেন কি বেগুন ও শসা চাষীরা? মাঠজুড়ে পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় কৃষি বিভাগ—এই প্রত্যাশা ইসলামপুরবাসীর।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:২০ ১৭ বার পঠিত