![]()
আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বসবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এবারই প্রথম ৪৮ দল নিয়ে ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বকাপ খেলতে ছয়টি কনফেডারেশনের অধীনে বাছাই পর্ব পেরিয়ে আসতে হচ্ছে দলগুলোকে।
বিশ্বকাপ বাছাই পর্বে গতরাতে (১৬ নভেম্বর) চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। ৩২তম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল তারা। ১৯৯৮ সালের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে নরওয়ে।
১৯৯৮ সালে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ দলের নতুন ফরম্যাটে হতে যাওয়া বিশ্বকাপেই প্রত্যাবর্তন ঘটল তাদের। তবে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করতে পারে ইতালি। গতকালকের হারের পর প্লে-অফ খেলা নিশ্চিত হয়েছে আজ্জুরিদের।
বিশ্বকাপে এখনও ১৬টি জায়গা ফাঁকা আছে। এই সপ্তাহেই আরও বেশ কয়েকটি দলের বিশ্বকাপ নিশ্চিত হতে পারে। বাদবাকিদের অবশ্য অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। কোয়ালিফায়িং প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে তাদের। চূড়ান্তভাবে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
আয়োজক দল হিসেবে বাছাই পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চল থেকে বাছাই দল হিসেবে চূড়ান্ত পর্বের কোটাও পূর্ণ হয়ে গেছে। এখন অপেক্ষা ইউরোপ, কনকাকাফ ও প্লে-অফ থেকে দল চূড়ান্তের।
বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে যে দলগুলো–
এশিয়া অঞ্চল: এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে খেলার কথা ৮ দলের। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেই আট দল। এই তালিকায় আছে–জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান। এছাড়া আরও একটি দলের প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। যেখানে কনফেডারেশন প্লে–অফের টিকিট পেতে লড়ছে সংযুক্ত আর আমিরাত ও ইরাক।
ওশেনিয়া: এই অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
আফ্রিকা অঞ্চল: আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি ৯টি দল বিশ্বকাপ খেলবে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেই নয় দল। দলগুলো হলো–আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে ও সেনেগাল। এছাড়া কনফেডারেশন প্লে-অফ জিতে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের টিকিট পেয়েছে কঙ্গো।
দক্ষিণ আমেরিকা: কনমেবল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। দলগুলো হলো–আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। এছাড়া মহাদেশীয় প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে বলিভিয়া।
কনকাকাফ অঞ্চল: স্বাগতিক হিসেবে এই অঞ্চলের তিন দেশ স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি তিনটি জায়গার জন্য এগিয়ে আছে সুরিনাম, কুরাসাও ও হন্ডুরাস। এছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে দুটি দল।
ইউরোপ অঞ্চল: ইউরোপ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পায়ে ১৬ দল। এরই মধ্যে পাঁচ দল–ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে। বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আছে স্পেন, বেলজিয়াম, জার্মানিসহ বেশ কয়েকটি শীর্ষ দল।
ইউরোপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলবে নয়টি দল। বাকি দলগুলোকে আসতে হবে মহাদেশীয় প্লে-অফ পেরিয়ে। সে তালিকায় আছে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিও।
বিশ্বকাপ নিশ্চিত করা ৩২ দল:
এশিয়া: জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান;
ওশেনিয়া: নিউজিল্যান্ড;
আফ্রিকা: আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে ও সেনেগাল;
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া;
ইউরোপ: ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৫৭ ৮ বার পঠিত