শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শাপলা কলি প্রতীকের প্রচার শুরু, প্রথম ধাপেই জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাপলা কলি প্রতীকের প্রচার শুরু, প্রথম ধাপেই জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



শাপলা কলি প্রতীকের প্রচার শুরু, প্রথম ধাপেই জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা

জামালপুর প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।

​শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল এলাকায় এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন।

​জনগণের ভাগ্যের উন্নয়নের অঙ্গীকার
​গণসংযোগ শুরুর পর এনসিপি নেতা মো. জিয়াউর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের আকাঙ্খার দল। তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।”

​তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে এনসিপি সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছে। সেই আন্দোলনের শহীদ রবিউল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারতের মধ্য দিয়েই আমরা গণসংযোগ শুরু করলাম।

​শহীদ রবিউলের কবর জিয়ারতের পর জিয়াউর রহমান তাঁর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওনা পুরাতন জগনাথগঞ্জ ঘাট, কুলপাল এবং রেলওয়ে স্টেশন এলাকায় জনসংযোগ করেন। এসময় তিনি জনগণের প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

​এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আনোয়ারুর কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, জেলা যুব শক্তির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা এনসিপির সদস্য রফিকুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মামুনুর রশীদসহ জেলা ও উপজেলা এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৭   ৩ বার পঠিত