বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ

বান্দরবানে নানা আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার ও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়।

এসময় পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী, সমাজসেবা অফিসার শফিকুর রহমান, সত্যজিৎ মজুমদার, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রোগ্রাম অফিসার ডানিয়েল সিপু গমেজ, কারিতাস বান্দরবানের পেপ-৩ প্রকল্পের প্রোগ্রাম অফিসার রেমন্ড আসাস, সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

এদিকে র‍্যালি শেষে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমানভাবে সক্ষম—এমন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বান্দরবান জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ভাতা, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ কর্মসূচি ও পুনর্বাসন সেবা অব্যাহত রেখেছে। এ ধরনের উদ্যোগ সমাজসেবা বিভাগের পক্ষ থেকে আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:০১:১৫   ৬০ বার পঠিত