৮ কুকুরছানা পুকুরে ফেলে হত্যার দায়ে সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮ কুকুরছানা পুকুরে ফেলে হত্যার দায়ে সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



৮ কুকুরছানা পুকুরে ফেলে হত্যার দায়ে সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার হৃদয়বিদারক ঘটনার পর থানায় মামলা দায়ের ও অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলাটি করেন।

মামলার একমাত্র আসামি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান (৩৮)।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি উদঘাটনের পরপরই পুলিশ রাতে অভিযান পরিচালনা করে নিশি রহমানকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ঢাকায় দূষণবিরোধী অভিযানে ৩২ মামলায় জরিমানা সাড়ে ২ লাখ টাকা

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার জানান, রাত দেড়টার দিকে পৌরসদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি চারতলা ভবন থেকে তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মামলা দায়ের ও ঘটনার প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, দেশের সব স্তরে এই বর্বরতার নিন্দা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিভাগের মহাপরিচালকও ফোনে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের অমানবিক পশুহত্যা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। দায়ীদের ছাড় দেয়া হবে না।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর সোমবার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা নয়নকে গেজেটেড কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয়া হয়। তারা পরদিন বাসা খালি করে চলে যান।

নয়নকে ফোনে পাওয়া না গেলেও তার স্ত্রী নিশি রহমান দাবি করেন, ছানাগুলো বাসার সিঁড়ির পাশে ঝামেলা করত। তিনি নাকি সেগুলোকে ব্যাগে ভরে পুকুরের পাশের একটি গাছতলায় রেখে এসেছিলেন। কীভাবে সেগুলো পানিতে গেল তা তিনি জানেন না— এমনটাই দাবি করেন তিনি।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কোণায় থাকা কুকুর ‘টম’ এক সপ্তাহ আগে আটটি বাচ্চা দেয়। সোমবার সকাল থেকে ছানাগুলো নিখোঁজ হয়ে পড়লে মা কুকুরটি ছুটোছুটি করে খুঁজতে থাকে। পরে কর্মচারীরা জানতে পারেন, নয়ন ও তার স্ত্রী রাতের কোনো একসময় বস্তায় ভরে ছানাগুলোকে পুকুরে ফেলে দেন।

পুকুরে পাওয়া বস্তা খুলে দেখা যায়— সবগুলো ছানাই মৃত। এ দৃশ্যে মা কুকুরটি অত্যন্ত ব্যথিত হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা কুকুরটির চিকিৎসা দেন।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫৭   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন - নৌপরিবহন উপদেষ্টা
ফতুল্লায় বিপুল ভারতীয় কসমেটিকস আটক করলো কোস্টগার্ড
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ