শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোল নিয়ে বিতর্কে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষের সময় মাঠে ও আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খেলা নিয়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫২   ৯ বার পঠিত