রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না: নজরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না: নজরুল ইসলাম
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না: নজরুল ইসলাম

ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলেই দলে ভাঙন দেখা দিয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন।

প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ঘোষিত আদর্শ অনুযায়ী জোট করার অধিকার সব দলের রয়েছে। তবে জামায়াতের সঙ্গে জোট করায় দলের কেউ কেউ বেরিয়ে যাচ্ছেন।

তিনি জানান, বৈঠকে মনোনয়ন ফরমে সন্তানদের সম্পদের তথ্য চাওয়ায় কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। কমিশনও তাদের উদ্বেগ বুঝতে পেরে, বিষয়টি স্পষ্ট করতে ব্যবস্থা নিবেন।

নজরুল ইসলাম জানান, এআই ব্যবহার করে কেউ যেনো তথ্যের অপব্যবহার না করতে পারে তা নিয়েও বিএনপি আবেদন জানিয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও দলগুলোর সাংগঠনিক কর্মসূচি বন্ধ নেই, আচরণ বিধির বিষয়টি ইসির সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৪   ১১ বার পঠিত