![]()
জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ী উপজেলার শুদ্ধ ধ্রুপদী (ক্লাসিকাল) সংগীত চর্চার পথিকৃৎ এবং প্রবীণ সংগীত শিক্ষক শ্রী সুদর্শন বাবু আর নেই।
গত শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৯ ঘটিকায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিবংগত হন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর ৬ মাস ২৬ দিন। তিনি অসংখ্য ছাত্র-ছাত্রী, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
শ্রী সুদর্শন বাবু ছিলেন সরিষাবাড়ী অঞ্চলের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে শুদ্ধ সংগীত ও উচ্চাঙ্গ সংগীত চর্চায় তাঁর অবদান অনস্বীকার্য। সরিষাবাড়ীর ভাটারা থেকে শুরু করে পিংনা পর্যন্ত বিস্তৃত জনপদে তাঁর অগণিত ছাত্র-ছাত্রী ছড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন অসংখ্য শিল্পী। তাঁর শিক্ষাদানের নিপুণতা এবং সংগীতের প্রতি একাগ্রতা তাঁকে এই অঞ্চলে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
তাঁর আকস্মিক মৃত্যুতে সরিষাবাড়ীর সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর বাসভবনে শোকাতুর ভক্ত ও ছাত্র-ছাত্রীদের ভিড় জমতে থাকে।
প্রিয় শিক্ষকের প্রয়াণে সরিষাবাড়ীবাসী একজন প্রকৃত গুণী মানুষকে হারাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে অনেক গুণীজন লিখেছেন, “সরিষাবাড়ীর সংগীতাঙ্গনে যে শুদ্ধতার চর্চা তিনি শুরু করেছিলেন, তাঁর চলে যাওয়ায় সেখানে এক বিশাল শূন্যতা তৈরি হলো।”
শ্রী সুদর্শন বাবু, তিনি পেশায় একজন সংগীত শিক্ষক (ধ্রুপদী সংগীত বিশেষজ্ঞ)। সে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাসিন্দা। তার জন্ম ০২ জুন ১৯৫২ খ্রিস্টাব্দে এবং মৃত্যু ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি:।সরিষাবাড়ীবাসী তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ২১:৫৬:৩১ ৪৯ বার পঠিত