
গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব পণ্য ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশে আনা হয়েছিল।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, এসব জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ,প্যান্ট পিস,সোলার প্যানেল, বাইসাইকেল,মোবাইল ফোন ও কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার ৭শত টাকা।
বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৯ ৭ বার পঠিত