
ঢাকা-বরিশাল নৌরুটে ঘন কুয়াশা এবং ডুবো চরের কারণে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চগুলোর যাত্রাও বাতিল করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে প্রাপ্ত নির্দেশ অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বরিশাল থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
নৌ চলাচল বন্ধের কারণ হিসেবে তিনি বলেন, ‘ঘন কুয়াশা এবং ডুবো চর এলাকায় লঞ্চ চলাচল বিপজ্জনক হয়ে পড়ছে। শনিবার মুলাদি এলাকায় এমভি মহারাজ-৭ লঞ্চের সংঘর্ষে পণ্যবাহী লঞ্চের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, এতে একটি লঞ্চের একাংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে। তাই যাত্রী নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মো. সোলায়মান হোসেন জানান, কুয়াশার ঘনত্ব স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সব নৌযান চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, নদী চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সব রুটের লঞ্চ চলাচল স্থগিত থাকবে।
এদিকে যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া সপ্তাহের প্রথম দিন হওয়ায় বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না, ফলে ভোগান্তি দ্বিগুণ হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:০১ ২১ বার পঠিত