
পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচণ্ড শীতে কাবু রাজধানী ঢাকা। গত কয়েক দিনের মতো আজ সোমবারও (২৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত নেই সূর্যের দেখা। এর প্রভাব পড়েছে মহানগরের জনজীবনে।
রাজধানীতে সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কে পরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। অনেকেই অল্প সময়ের জন্য কাজে বেরিয়েছেন। ঠান্ডা থেকে বাঁচাতে অনেকেই আগুন পোহাতে বসেছেন।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চলমান ঠান্ডা আরও কয়েক দিন থাকবে। এবার তীব্র ঠান্ডা অনুভূত হলেও এটি স্বাভাবিক শীত। শীত আরও বাড়তে পারে জানুয়ারি মাসে।
আরও পড়ুন: ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি, এ পরিস্থিতি থাকবে কতদিন?
এদিকে সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এ সময় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি আরও বলছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
কিশোরগঞ্জের নিকলীতে আজ দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৪ ৭ বার পঠিত