
প্রধান উপদেষ্টা চেষ্টা করেছেন, তবে এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। রাজনৈতিক দলগুলোকে যে ট্রিটমেন্ট (সুবিধা) দেয়া হচ্ছে, তাতে সমতা হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার আফিয়া আখতারের কাছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মনোনয়ন ফরম জমা দেন অধ্যাপক মুজিবুর রহমান। এরপর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখনো সময় আছে, তাই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার।’
মুজিবুর রহমান বলেন, ‘দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে জনগণ স্বাধীনতার সুফল পায়নি। বাংলাদেশের গণতন্ত্রকে কলঙ্কিত করা হয়েছে। রাতের আঁধারে ভোট হয়েছে। আমি তুমি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সময় সংবাদ
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সংস্কার করার লক্ষ্যে পাঁচ দফা দাবি দিয়েছিলাম। সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মনে করি, সত্যিকার অর্থে গণতন্ত্রের যে নিয়মনীতি আছে তা বাস্তবায়িত হবে না।’
তিনি আরও বলেন, ‘এখনো বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা বক্তব্য দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে ভোটারদের। এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধার করতে হবে। সেগুলো উদ্ধার করতে না পারলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হবে না।’
এদিকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ জন মনোনয়ন ফরম জমা দেন।
এর আগে ৬টি আসনে ৫৭ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন।
বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৩ ১০ বার পঠিত