মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে শব্দ দূষণকারী ৪ যানবাহনে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে শব্দ দূষণকারী ৪ যানবাহনে জরিমানা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



সোনারগাঁয়ে শব্দ দূষণকারী ৪ যানবাহনে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শব্দ দূষণকারী চারটি যানবাহনে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪টি হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালত হয়।

এ সময় সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক সোনারগাঁ উপজেলায় শব্দদূষণকারী ৪টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা ও ৪টি হর্ন জব্দ করা হয়। নারায়ণগঞ্জে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৭   ১৪ বার পঠিত