![]()
রাজধানীর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডের মূল রহস্যও উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— তাসলিমা আক্তার, সৌদি প্রবাসী আরাফাত হোসেন, মো. সাকিব খান, নয়ন মিয়া, নুরুজ্জামান শ্যামল ও রাকিব মিয়া।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও টঙ্গী পূর্ব থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি দল। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, নারায়ণগঞ্জের বাসিন্দা তাসলিমা আক্তারের সঙ্গে ভিকটিম আল আদিয়াত সায়রের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় ভিকটিম গোপনে তাসলিমার আপত্তিকর ছবি ধারণ করে তা কয়েকজন বন্ধুর কাছে ছড়িয়ে দেয়। পরে তাসলিমার সঙ্গে সৌদি প্রবাসী আরাফাত হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আরাফাত হোসেন তাসলিমাকে ধৈর্য ধরতে বলেন এবং দেশে এসে বিষয়টি ‘সমাধান’ করার আশ্বাস দেন।
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী তিনি গত ২ নভেম্বর দেশে ফেরেন। পরদিন ৩ নভেম্বর তাসলিমা ভিকটিমকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। পরে তারা গাজীপুরের উলুখোলা এলাকায় গেলে ইজিবাইকচালক রাকিবসহ অন্য আসামিরা সেখানে উপস্থিত হন।
পুলিশ জানায়, ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে ইজিবাইকটি জিএমপির পূবাইল থানাধীন বিন্দান রোড এলাকায় পৌঁছালে আসামিরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহটি ঘোড়াশাল–টঙ্গী মহাসড়কের পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
ডিবি আরও জানায়, নিহতের স্বজন মিজানুর রহমান আদালতে একটি নালিশী মামলা দায়ের করলে আদালতের নির্দেশে কদমতলী থানায় মামলা রুজু হয়। পরে গত ২৬ নভেম্বর ডিবি ওয়ারী বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণ করে।
প্রযুক্তিগত সহায়তায় তদন্তের একপর্যায়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বাকি পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩:১৭:২৮ ১০ বার পঠিত