বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সানির দোয়া ও স্মরণসভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সানির দোয়া ও স্মরণসভা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সানির দোয়া ও স্মরণসভা

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির উদ্যোগে এ দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে আনিসুল ইসলাম সানি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি সারাজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রামই বিএনপিকে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে পথ দেখাবে।

দোয়া ও স্মরণসভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব নাজির আহমেদ নজির, নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মহানগর জাসাসের সহ-সভাপতি এনামুল হক খান, মহানগর সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জাসাসের ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক নুরুন্নবী মাইকেল, বন্দর থানা জাসাসের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মুন্না, কাশীপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য মোতালেব হোসেন, শুক্কুর মজুমদার, জাসাস নেতা এস এম হাবিবুর রহমান বদু, নূরুল ইসলাম ঢালী, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও মহানগর জাসাস এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৫   ১৩ বার পঠিত