
আগামী নির্বাচনে গণভোটের গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশের আগামী শত বছরের দিকনির্দেশনা হবে গণভোটের মাধ্যমে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে তিনি বলেন, ‘পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর ভোট দিতে পারবেন সবাই।’
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন। এসময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এসময় গণভোট প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের আগামী শত বছরের দিকনির্দেশনা হবে গণভোটের মাধ্যমে।’
আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে তিনি বলেন, ‘দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে হবে। পরিবার পরিজন নিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, বয়স্ক ভোটাররাও এক সঙ্গে গিয়ে ভোট দেবেন।
তিনি বলেন, “এ নির্বাচনের একটা দিক হচ্ছে রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে জুলাই সনদ আমাদের দিয়ে গেছেন সেটার ব্যাপারে, সেটার পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে। আরেকটা দিক হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচন করছে। তাদের প্রতিনিধিরা নির্বাচিত হওয়াটা হচ্ছে আরেকটা দিক।”
এর আগে সিলেট সফরে এসে শুক্রবার তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় এলজিইডি বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় ছাতক-কাটাখালী ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন ও ছাতক সিমেন্ট কম্পানি লিমিটেড (সিসিসিএল) কারখানা পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, ‘ছাতক সিমেন্ট কম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানকে আরো লাভজনক ও টেকসই করা হবে।’
তিনি বলেন, ‘সিমেন্টের জন্য ক্লিংকার সীমান্তের ওপার থেকে আমদানি করতে হয়। সীমান্তের ওপার থেকে আসার কানেকশন আমাদের আটকে ছিল। এখন চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কাজ শুরু হলে সিমেন্ট ফ্যাক্টরি আরো অনেক এগিয়ে যাবে। আশা করি এই সরকারের সময়েই এই উন্নয়ন কাজ শুরু হবে।’
বাংলাদেশ সময়: ১৬:৫৪:২১ ১৪ বার পঠিত