![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের ওপর অভিমান করে রাশেদা খাতুন (১৬) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার(১৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার পুঠিয়ারপাড়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাশেদা খাতুন ওই গ্রামের আঃ হাকিম মেগুর মেয়ে। সে স্থানীয় দাসেরবাড়ী বালিকা দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদা খাতুন সম্প্রতি দুই সন্তানের জনক এক ব্যক্তির সাথে পালিয়ে ছিল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে। সোমবার রাতে এই বিষয়টিকে কেন্দ্র করে পরিবারে তাকে শাসন করা হয়। পরিবারের ধারণা, শাসনের জেরে ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়ে শেষ রাতে নিজ ঘরের ধন্যার (ঘরের আড়া) সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
নিহতের মা হাছনা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরের দিকে তারা ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, “আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৭ ৮৫ বার পঠিত