বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আমরা একবক্স নীতিতে আছি, জামায়াত থাকবে কিনা তাদের ব্যাপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা একবক্স নীতিতে আছি, জামায়াত থাকবে কিনা তাদের ব্যাপার
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



আমরা একবক্স নীতিতে আছি, জামায়াত থাকবে কিনা তাদের ব্যাপার

ইসলামী আন্দোলন বংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজি আতাউর রহমান বলেছেন, আমরা ইসলামি দলগুলো একবক্স নীতিতে আছি এবং থাকব। জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গাজি আতাউর রহমান বলেন, আমরা ওয়ানবক্স পলিসিতে আছি এবং থাকব। সামনে দেখাবো আপনাদের।

ওয়ানবক্স পলিসিতে আপনাদের সঙ্গে জামায়াত থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত থাকবে কিনা সে প্রশ্ন জামায়াতের কাছে করেন।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে এগোব। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। এখানে কেউ কারো ওপর ডমিনেট করবে না, কেউ কারো ওপর চাপ প্রয়োগ করবে না। সেই পরিবেশটা যদি থাকতো আসন কম-বেশি কোনো বড় বিষয় হতো না। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলন অতীতেও কখনো মানেনি। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেওয়ার মত অবস্থানে আছি। কেউ যদি আমাদের প্রতি ইনজাষ্টিস (অবিচার) করে বা অবহেলা করে তাহলে আমরা তো সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনা। আত্মসম্মানবোধ তো সবারই আছে। তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে আছে। কার কী অবস্থান তাও সবাই জানে ।

গাজি আতাউর রহমান বলেন, আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ। সবই বায়াস্ট সমীক্ষা যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। অনেকে সমীক্ষাকেই মানদণ্ড মনে করে। একটা সমীক্ষা এসেছে যেখানে বিএনপিকে ৩৪%, জামায়াতকে ৩৩%, এনসিপিকে ৭% দেখানো হয়েছে। জামায়াত এনসিপি তো এখন ঐক্যবদ্ধ তাছে। তারা ২ দল মিলে হয় ৪০% । ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে ৩% । এই ৩% এর তো আর ভ্যালু থাকেনা। মানুষ কিন্তু বোকা না, তারা বোঝে যে এগুলো কারা করছে। আসল কথা হলো একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা। এ সমস্ত ভাওতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের পথরেখা নির্ধারণ করি তাহলে তো একটা বিপর্যয় হবে। আমরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগীদের সঙ্গে আলোচনা করছি। আমরা সবার সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৬   ১০ বার পঠিত