![]()
কোনো দল বা নেতাদের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চান না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর।
বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
নুর বলেন, আমি দশমিনা-গলাচিপার প্রিয় মানুষদের, আপামার জনসাধারণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হতে চাই।
নুরুল হক নুর বলেন, স্বপ্ন ছিল ডাক্তার হয়ে অসচ্ছল মানুষের সেবা করব। এই জনপদের (দশমিনা-গলাচিপা) মানুষের সেবা করব। কিন্তু আল্লাহ সেটা লিখে রাখেননি। আল্লাহ লিখে রেখেছেন অনেক ডাক্তার চালাব।
তিনি বলেন, ক্ষমতার পটপরিবর্তন হলে সংখ্যালঘুরা আতঙ্কে থাকে। কেউ চাঁদা ধার্য করে। কেউ মামলায় জড়ায়। আমি ৫ আগস্টের পর সবাইকে রক্ষা করার চেষ্টা করেছি।
নুর বলেন, কেউ হয়রানি হবে না। সেই নিশ্চয়তা দিচ্ছি।
নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, কোনো প্রার্থীকে তিনি চ্যালেঞ্জ মনে করেন না।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৫১:১২ ৭ বার পঠিত