![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং কামরাবাদ ইউনিয়ন শাখার সাবেক সফল সভাপতি মরহুম সেলিম মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সেলিম স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় ৪ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আব্দুল বারেক এবং সঞ্চালনা করেন বিদ্যুৎ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মরহুম নেতার স্মৃতিচারণ ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম হোসেন মুন্না, ঔকামরাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম,কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও উপজেলা বিএনপির সদস্য ও সেলিম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার।
বক্তারা তাদের বক্তব্যে মরহুম সেলিম মিয়ার রাজনৈতিক ত্যাগ ও নিষ্ঠার কথা স্মরণ করেন। তারা বলেন, “সেলিম মিয়া ছিলেন একজন কর্মঠ ও আদর্শবান নেতা। তার মৃত্যুতে আমরা যে বন্ধু ও অভিভাবককে হারিয়েছি, সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।” অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কামরাবাদ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮ ৩৯ বার পঠিত