কতটা কাজ করেছি, তা এলাকার মানুষই সাক্ষী: কালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » কতটা কাজ করেছি, তা এলাকার মানুষই সাক্ষী: কালাম
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



কতটা কাজ করেছি, তা এলাকার মানুষই সাক্ষী: কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, তিনি এই এলাকার নতুন কেউ নন, বরং পুরোনো সেবক। জন্মলগ্ন থেকেই এ এলাকার সঙ্গে তার আত্মীয়তা ও সামাজিক সম্পর্ক রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, “আজকের এই মাহফিলে সংক্ষিপ্তভাবে উপস্থিত হয়েছি। নির্বাচনী বিধিনিষেধের কারণে আমার বক্তব্য সীমিত রাখতে হয়েছে।”

আবুল কালাম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমান ও তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, “তাদের পরিবারের সকলের জন্যও আমরা দোয়া করি। বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে নির্যাতিত অবস্থান করেও দেশ ও দলের জন্য কাজ করেছেন। আমরা আশা করি, তার নেতৃত্বে বাংলাদেশ নতুন রূপে এগিয়ে যাবে।”

তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আদর্শকে ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “লক্ষ কোটি মানুষের জানাজা প্রমাণ করছে, তাকে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলা সম্ভব নয়। তার আদর্শ আমাদের পথ দেখাবে।”
আবুল কালাম আরও বলেন, আগামী ২১ তারিখের পর তিনি প্রার্থী হিসেবে এলাকার মানুষের কাছে ফিরে আসবেন এবং তাদের সেবা করবেন। সাবেক এমপি হিসেবে তার সময়ে ও বিএনপি সরকারের আমলে এলাকার গণচাহিদা পূরণের জন্য কতটা কাজ হয়েছে, তা এলাকার মানুষই সাক্ষী।

শবে মেরাজের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “এই পবিত্র রাতে দেশের কল্যাণে দোয়া করার সুযোগ রয়েছে। দেশের স্বাধীনতা অটুট রাখা এবং বৈদেশিক ষড়যন্ত্র মোকাবিলার শক্তি আল্লাহ আমাদের দান করুন—এই কামনা করছি।”

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১০   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্য গণভোট - ফারুক ই আজম
ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক
কতটা কাজ করেছি, তা এলাকার মানুষই সাক্ষী: কালাম
বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে: আসিফ নজরুল
শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল রাজশাহী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ