শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা

প্রথম পাতা » চট্টগ্রাম » নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের নারীর ক্ষমতায়নের অগ্রদূত। তার নেতৃত্বে দেশে নারীশিক্ষা, নারীর কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়া কখনো পরাজিত হননি।
তিনি যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন ততবার জয় লাভ করেছেন। বেগম খালেদা জিয়া শুধু একজন সফল রাষ্ট্রনায়কই নন, তিনি নারীদের আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রেখেছেন। তার শাসনামলে নারীদের জন্য শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারিত হয়।’

তিনি আরো বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
দেশমাতা বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।’

চৌদ্দগ্রাম পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ কোম্পানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মজুমদারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন— চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মোহব্বত ও পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৪   ৯ বার পঠিত